রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাশের হার ৮১.২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেডছে। এ বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৪ হাজার ৯০২জন শিক্ষার্থী ।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারাম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলমসহ বোর্ড সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। তিনি জানান, এ বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষাার্থী। যার মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন ।

গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। পাশ করেছিল ১ লাখ ৮ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী । পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ । জিপিএ ৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, পাস ও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৫৯৭ জন । অপরদিকে, ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দশ হাজার ৩০৫ জন ।

এদিকে, এই শিক্ষাবোর্ডের অধীনে আটটি জেলার মধ্যে এবার পাসের হারের দিক থেকে এগিয়ে আছে রাজশাহী জেলা। এ জেলায় পাসের হার ৮৯ দশমিক ১২ শতাংশ । ৮৪ দশমিক ৪১ শতাংশ পাসের হার নিয়ে এর পরের অবস্থানে রয়েছে বগুড়া জেলা।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ৭৭ দশমিক ৩১ শতাংশ, নাটোর জেলা ৭৮ দশমিক ৪২ শতাংশ, পাবনা ৮১ দশমিক ৪৭ শতাংশ, সিরাজগঞ্জ ৭৫ দশমিক ৯১ দশমিক, জয়পুরহাট জেলা ৭৬ দশমিক ৭৮ শতাংশ পাশের হার।