রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্বরণে যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার: দুস্থ,অসহায়,দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের স্বরণে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরীর ৪ নং ওয়ার্ডের পুলিশ লাইনস এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষ,নারী,শিশুসহ প্রায় চারশত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। ডায়েবেটিস,মেডিসিন, শিশুরোগ,চর্মরোগ,গাইনী রোগের চিকিৎসা প্রদান করা হয়। এসময় রোগীদেরকে প্রাথমিক ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

রাজশাহী মহানগর ৪ নং ওয়ার্ড যুবদলের সহযোগীতায় মেডিকেল ক্যাম্পের উদ্যেগ গ্রহণ করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের স্বরণে আজকের এই মেডিকেল ক্যাম্প। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা মানুষের কল্যাণে কাজ করে এটা তারই একটা অংশ। আমাদের চিকিৎসক ভাইদের সহযোগীতাই এই দুস্থ মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে ভালো লাগছে। ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা হলেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ তৌসিফ ইকবাল, মেডিসিন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ রাশেদুল ইসলাম,শিশু বিশেষজ্ঞ ডাঃ তৌহিদুল ইসলাম, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ ফারহান ইমতিয়াজ চৌধুরি, গাইনি বিশেষজ্ঞ ডাঃ জান্নাতি নূর।