বিপ্লবের চেতনা ভুলণ্ঠিত হতে দেয়া যাবেনা: শাহীন শওকত

স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেছেন, হাজার প্রাণের বিসর্জনে অর্জিত ছাত্র-জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার চেতনা যেনো ভুলণ্ঠিত না হয় সেদিকে আমাদের যুবসমাজকে খেয়াল রাখতে হবে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে রবিবার রাজশাহী নগরীর লক্ষিপুর মোড়ে জেলা যুবদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল,১৭ বছর ধরে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করে ক্ষমতায় টিকে ছিল। আমাদের নেতাকর্মীরা নিজের বাড়িতে থাকতে পারেনি দিনের পর দিন মাসের পর মাস। হাজার গায়েবি মামলা দিয়ে তাদের বাড়িছাড়া করেছিল।

শাহীন শওকত বলেন, দেশের প্রত্যেকটা সেক্টরে হাসিনা তার অন্ধ পূজারি গোলামদের বসিয়ে রাষ্ট্রকাঠামোকে একটা অকায়র্যকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। সেই কাঠামো ভেঙ্গে আমাদের অসংবদিত নেতা তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রুপরেখা দিয়েছেন এর আলােকে সংস্কার করে জনগণের প্রত্যাশিত নির্বাচন দিতে হবে।

ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এর সভাপতিত্বে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলা শাখার সভাপতি ডাঃ ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ ড্যাব এর সভাপতি ডাঃ মোফাখখারুল ইসলাম, জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার তারিক সাবু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মাহমুদুল হক অনিক, নাটোর জেলা ড্যাব এর যুগ্ম সম্পাদক ডাঃ তৈমুর রহমান, রাজশাহী জেলা ড্যাব সদস্য ডাঃ আবুল হাসনাত, ডাঃ আশফাক হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক (দপ্তর দায়িত্বে) লতিফুর রহমান সাগর, যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ মুকুট, রবিউল ইসলাম কুসুম,
শাহনেওয়াজ খুরশিদ রিজভি, সামিদ শেখ মারুফ, শাকিল আহমেদ, হাবিবুর রহমান হাবিব, কে এইচ রানা, সাদ্দাম হোসেন ও জেলা যুবদল সদস্য ফরিদুল ইসলাম সাহেব, মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম শফি, মহানগর যুবদলের সদস্য সাজিম হোসেন এবং জাসাস রাজশাহী জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ কলিম উদ্দিন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন,রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেল, উজ্জ্বল রহমান,বকুল,
মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমট্যা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অসিম কুমার ঘোষ, স্বাস্থ্য সম্পাদক মতিউর রহমান, এমট্যাব রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক এমট্যাব আঞ্চলিক সভাপতি বিদ্যুৎ সহ জেলা ও জেলার অধিনস্থ সকল ইউনিট যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও এমট্যাব এর নেতৃবৃন্দ।